আন্তর্জাতিক নারী দিবসে অনন্যা সম্মানে ভূষিত হলেন মহিলা পুলিশের ইন্সপেক্টর।

0
358

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আন্তর্জাতিক নারী দিবসে ‘অনন্যা সম্মানে’ সম্মানে ভূষিত হলেন বারুইপুর পুলিশ জেলার অধিনস্ত বারুইপুর মহিলা থানার আধিকারীক ইন্সপেক্টর কাকলী ঘোষ কুন্ডু।
আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দফতর এবং মহিলা কমিশনের দ্বারা “অনন্যা সম্মানে” (Women Achiever-2022)সম্মানিত হলেন বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাকলী ঘোষ কুন্ডু। বর্তমান সমাজে তাঁর কাজের মাধ্যমে নারী সুরক্ষা এবং নারী ক্ষমতায়ন এ অবদানের জন্য এই পুরষ্কার পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা,পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের লীনা গঙ্গোপাধ্যায়,পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন অনন্যা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা।
অনন্যা সম্মানে সম্মানীত হয়ে বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারীক কাকলী ঘোষ কুন্ডু জানিয়েছেন ‘পুরষ্কার পেয়ে নারী হিসাবে গর্ববোধ করছি। কিন্তু পুরষ্কার পাওয়ায় সমাজের প্রতি আরো দায়িত্ব বেড়ে গেলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here