আগামী ২৮ ও ২৯শে মার্চ দুইদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের পক্ষে প্রচার মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে।

0
346

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শ্রমিক-কর্মচারী-শিক্ষকদের যৌথ আন্দোলনের যুক্তমঞ্চ ১২ই জুলাই কমিটির উদ্যোগ আজ আগামী ২৮ ও ২৯শে মার্চ দুইদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের পক্ষে প্রচার মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। জেলার কর্মচারী ভবনের সামনে থেকে সন্ধ্যা ৬টায় মিছিল শুরু হয়ে থানা মোড়, পিসি শর্মা মোড়, কদমতলা হয়ে পুনরায় কর্মচারী ভবনে এসে মিছিল শেষ হয়। শ্রমকোড পরিবর্তন করা চলবে না, কৃষকদের ৫দফা দাবি পুরণ করতে হবে, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার ঢালাও বেসরকারীকরণ করা চলবে না সহ মোট ১২দফা দাবিতে আজকের মিছিল মুখোরিত হয়ে ওঠে। মিছিলে বহু মানুষের সমাগম ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ এই মিছিলের দাবিসমূহ শোনেন। উপস্থিত ছিলেন ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বানীব্রত সাহা ও প্রদীপ কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব।