নেশা বিরোধী অভিযানে নেমে বুধবার সাতসকালে তেলিয়ামুড়া থানা ট্রাফিক দপ্তরের পুলিশের বিশাল সাফল্য।

0
300

এিপুরা-তেলিয়ামুড়া, রাহুল দাস:- নেশা বিরোধী অভিযানে নেমে বুধবার সাতসকালে তেলিয়ামুড়া থানা ট্রাফিক দপ্তরের পুলিশের বিশাল সাফল্য। এর নেতৃত্বে ছিলেন ট্রাফিক ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী।135 কেজি শুকনো গাঁজা সহ পুলিশের জালে আটক বহির রাজ্যের একজন চালক জিতেন্দ্র সিং
খবরে প্রকাশ, অন্যান্য দিনের মতো তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ট্রাফিক ইউনিটের কর্মীরা তেলিয়ামুড়া থানা এলাকা স্থিত শিববাড়ি এলাকায় ভেহিকেল চেকিং-এ বসে বুধবার সাতসকালে। এমন সময় আগরতলার দিক থেকে HP17F9285নম্বরের একটি দূরপাল্লার গাড়িতে সন্দেহবশত তল্লাশি চালিয়ে গাড়ির চাকার ভেতর অভিনব কায়দায় রাখা গোপন একটি কক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় 135 কেজি শুকনো গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানায়। সেইসঙ্গে গাড়ির চালক জিতেন্দ্রর সিং কে পুলিশ আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে আগরতলার বাইপাস সংলগ্ন এলাকা থেকে এই গাঁজা গুলো লোডিং করা হয়েছে বহিঃরাজ্যে বিহারের পাচারের উদ্দেশ্যে।