নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌররসভার জল নয়, প্রান বঁচাতে বাজারের কেনা জলই ভরসা গয়েশপুর বাসির ।
কল্যানীর পর এবার নদীয়ার গয়েশপুরে জল খেয়ে অসুস্থ হচ্ছ একাধিক মানুষ,কিছুদিন আগেই নদীয়ার কল্যাণীতে বেশ কিছু জায়গায় জল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল একের পর এক সাধারন মানুষ, ঠিক সেরকমই এবার কল্যাণীর পার্শ্ববর্তী এলাকা কল্যাণী গয়েশপুর এলাকায় পৌরসভার বিতরণ করা জল খেয়ে অসুস্থ একাধিক স্থানীয় বাসিন্দা,
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানায় পৌর সভার সরবরাহ করা পানিয় কলের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছি, সাধারণ মানুষের পেট খারাপ বমি হচ্ছে এই জল খেয়ে তাই এখন বাজার থেকে কেনাজল ই ভরসা গয়েশপুর বাসির , এই নিয়ে পৌর এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরে।
এই বিষয়ে পৌরসভার আধিকারিক বলেন আমি শুনেছি, তবে যতদূর খবর কল্যাণী থেকে এই জলের সমস্যার সূত্রপাত, কল্যাণীতে জলের ফিল্টার চেঞ্জ করা হচ্ছে সেটি ঠিক হয়ে গেলেই আশা করা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে ।তবে পৌর নাগরিকদের এই সময়ে জল ফুটিয়ে খাওয়ার জন্য আবেদন করবো, এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখবো যাতে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা যায় ।