বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার নতুন বোর্ড গঠিত হলে ফের চলবে শিশুদের বুলেট ট্রেন – চক্কর কাটবে এরোপ্লেন, আশায় শিশুদের অভিভাবকরা। বালুরঘাট শহরের সৃজনী সংঘ সংলগ্ন এলাকায় রয়েছে বনলতা পার্ক। বালুরঘাট পৌরসভা পরিচালিত বনলতা পার্ক-এর সৌন্দর্য্যায়ন কারনে বিগত কয়েক বছর ধরে অভিভাবকদের সাথে আগত অসংখ্য শিশুদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বালুরঘাটের এই বনলতা পার্ক। মাঝে প্রায় বছর খানেক সময় কোভিড পরিস্থিতির কারনে বনলতা পার্ক ছিল বন্ধ। যদিও কোভিড পরিস্থিতির উন্নতি হতেই পার্ক খুলতেই শহরের প্রচুর সংখ্যক শিশু ফের বনলতা পার্কে ভীড় জমাতে শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু বালুরঘাট বনলতা পার্কে আগত শিশুদের মন বর্তমানে ভার। কারন বালুরঘাট বনলতা পার্কে থাকা রেললাইন দিয়ে চলছে শিশুদের বুলেট ট্রেন – চক্কর কাটছে না শিশুদের এরোপ্লেন। বনলতা পার্কের কর্মীদের সূত্রে জানা গিয়েছে শিশুদের বুলেট ট্রেনে চড়বার জন্য ২০টাকা টিকিট এবং এরোপ্লেনে উঠবার জন্য ১০ টাকা টিকিট সিস্টেম ছিল। প্রতিদিন প্রচুর সংখ্যক শিশুরা টিকিট কেটে উঠত বুলেট ট্রেনে এবং এরোপ্লেনে। যে কারনে পার্কে আগত শিশুদের বিনোদনের পাশাপাশি পৌরসভার আয়ও হত ভাল। জানা গেছে প্রায় বছর খানেক ধরে খারাপ হয়ে রয়েছে এই বুলেট ট্রেন ও এরোপ্লেন। পার্ক কর্তৃপক্ষ বিষয়টি বালুরঘাট পৌরসভাকে জানালেও এখনও অবধি সমস্যার সমাধান হয়নি। ফলে বনলতা পার্কে আগত শিশুদের বিনোদনের আকর্ষণে যেমন একদিকে ভাটা পড়েছে তেমনি পার্ক থেকে আয়-ও
কমেছে। বনলতা পার্কের ইনচার্জ সুরজিৎ গুপ্ত জানিয়েছেন যেহেতু কাজটা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল এবং পৌরসভায় প্রশাসক বোর্ড দ্বারা পরিচালিত ছিল সেকারণে কাজটা করা যাচ্ছিল না হয়ত, পৌরসভায় নতুন বোর্ড গঠন হলে এগুলি ঠিক হয়ে যাবে। তিনি এও বলেন কি কারনে বুলেট ট্রেনটি খারাপ হয়ে রয়েছে সে বিষয়টি পৌরসভার পিডাব্লু সেকশনের আধিকারিকরাই বলতে পারবে। পাশাপাশি তিনি এও বলেন আগে বুলেট ট্রেন এবং এরোপ্লেন থেকে আয় ভাল হত, চালু হলে আবারও ভাল আয় হবে। অপরদিকে এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের বক্তব্য জানতে বালুরঘাট পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ ভট্টাচার্য্য-র সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনি খবর লেখার সময় অবধি ফোন না ধরায় পৌরসভা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। যদিও পার্কে আগত শিশুদের অভিভাবকরা বালুরঘাট পৌরসভার আগত বোর্ডের উপরে আস্থা রাখছেন
বালুরঘাট বনলতা পার্কে আগত শিশুর অভিভাবক রিংকি দত্ত আমাদের বিশ্বাস বালুরঘাট পৌরসভার আগত নতুন বোর্ড শিশুদের বিনোদনের এই বিষয়টি নিশ্চয় দেখবে এবং আবারও হয়ত শিশুদের নিয়ে বনলতা পার্কে চলবে বুলেট ট্রেন, ঘুরবে এরোপ্লেন।