লালগড় থানা কে সাজিয়ে তোলার জন্য ফুলের বাগান তৈরির কাজ শুরু করলেন পুলিশ আধিকারিক সুব্রত সামন্ত।

0
271

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- লালগড় থানার পুলিশ আধিকারিক সুব্রত সামন্ত লালগড় থানাকে সাজিয়ে তোলার জন্য ফুলের বাগান তৈরীর কাজ শুরু করলেন মঙ্গলবার থেকে। পুলিশ আধিকারিক সুব্রত বাবুর চাষের ফুল খুবই বিখ্যাত। শীতের সময় বিভিন্ন প্রদর্শনীতে তার হাতে তৈরি ফুল সকলের নজর কাড়ে। আগামী শীতের মরসুমে যাতে লালগড় থানার রূপ পরিবর্তন করা যায় এবং সৌন্দর্য বাড়ানো যায় সেই জন্য লালগড় থানার চারিপাশে ফুলের বাগান তৈরীর কাজে তিনি সহকর্মীদের নিয়ে কাজে নেমে পড়েছেন। মঙ্গলবার জঙ্গল থেকে জৈব সার মাটি এনে তিনি ফুলের বাগান তৈরীর কাজ শুরু করে দিয়েছেন । সুব্রত সামন্ত বলেন আগামী দিনে লালগড় থানাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা প্রতিটি মানুষের নজর কাড়বে ।বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করা হবে লালগড় থানার চারিপাশে ।সেই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে বলে তিনি জানান । তিনি আরো বলেন যে লালগড় থানার অন্যান্য পুলিশকর্মীরা তাকে ফুলের বাগান তৈরীর কাজে সহযোগিতা করছেন। তারএই উদ্যোগে খুশি লালগড় থানা সংলগ্ন এলাকার বাসিন্দারা ।এর আগে বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে তিনি নজির সৃষ্টি করেছেন। বিভিন্ন প্রদর্শনী থেকে তার হাতে তৈরি ফুল পুরস্কার পেয়েছে। তাই কিভাবে লালগড় থানাকে সাজানো যায় তা নিয়ে তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাই ফুলের বাগান করে লালগড় থানার সৌন্দর্য বাড়ানোর জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান।