নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- স্কুল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলমিজোড় এলাকায়, স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাতাসা পোড়িয়া নামে এক স্কুলছাত্রী বাড়ি থেকে সাইকেলে চড়ে স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর স্থানীয়দের তৎপরতায় তৎক্ষণাৎ তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘাটাল হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্কুলছাত্রী নাতাশার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া গোটা এলাকায়। এরপরে উত্তেজিত হয়ে পরে এলাকাবাসী, রাস্তা অবরোধ করে চলে তীব্র বিক্ষোভ, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ স্থানীয়দের, ইতিমধ্যেই দাসপুর থানার পুলিশ ঘাতক মাল বোঝাই ইঞ্জিন ট্রলি ও চালককে আটক করেছে, স্থানীয়দের অভিযোগ রাস্তা বেহাল হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রী ১ ছাত্রীর আহত আরো...