কঠিন পরিস্থিতির মধ্যে একজন মানসিক রোগী কি করবেন এবং কিভাবে শারীরিক পরিচর্যায় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন সে ব্যাপারে মালদা শহরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পথনাটিকা মাধ্যমে সচেতনতা মূলক প্রচার চালালো।

0
366

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- কঠিন পরিস্থিতির মধ্যে একজন মানসিক রোগী কি করবেন এবং কিভাবে শারীরিক পরিচর্যায় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন সে ব্যাপারে মালদা শহরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পথনাটিকা মাধ্যমে সচেতনতা মূলক প্রচার চালালো। বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজের মানসিক বিভাগের সামনে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পথনাটিকা এবং পুতুল খেলার মাধ্যম দিয়ে মানসিক রোগের প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার চালায়।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্তা দিলীপ মন্ডল বলেন, বিভিন্ন ধরনের অবসাদ থেকে মানসিক রোগ ধারণ করতে পারে। ভবিষ্যতে এই রোগ ভয়ানক পরিস্থিতি আকার ধারণ করে। এক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা অবলম্বন করেছে । মানসিক অবসাদে কেউ আক্রান্ত হলে বাড়িতে বসে না থেকে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন। বিনা মূল্যে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা করান । তাতে শরীর এবং মন দুটোই সুস্থ এবং স্বাভাবিক থাকবে । এজন্যই এদিন রোগী পরিবার কল্যাণ দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সাধারণ মানুষের কাছে মানসিক রোগের নানান বিষয় নিয়ে পথনাটিকা মাধ্যমে প্রচার চালানো হয়েছে।