নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পাইক পাড়া গ্রামের সজল ধারা প্রকল্পের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য গত ছয় মাস আগে উদ্বোধন হয়ে গিয়েছে। কিন্তু থমাস কেটে গেলেও এখনো জল সমস্যার সমাধান হয়নি এলাকাবাসীদের, এর পর গ্রামবাসীদের পক্ষ থেকে একাধিকবার প্রশাসনকে জানিয়ে এবং বিক্ষোভ করার ফলে অবশেষে গত দুই-তিন দিন আগে চালু হয়েছে এই প্রকল্প, কিন্তু চালু হওয়ার দুই দিনের মধ্যেই পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় ফের সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের,ফলে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের, বৃহস্পতিবার দুপুর নাগাদ কোলাঘাট জল প্রকল্পের সামনে বিক্ষোভ করলো স্থানীয় মহিলারা, তাদের অভিযোগ তাদের পানীয় জলের সমস্যা এখনো পর্যন্ত সমাধান হয়নি, বারে বারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিও কোন সুরাহা মিলেনি, এমনকি এই প্রকল্পের কর্মকর্তাদের জানাতে গেলে তারা একের পর এক বাহানা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের, ফলে সমস্যার সমাধান হওয়া তো দুরের কথা আরো যেন সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের, প্রায় ৩ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ, যদিও এই প্রসঙ্গে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না গ্রামবাসীদের পক্ষে সমস্যার কথা নিয়ে তিনি বলেন এটা স্বাভাবিক জলের সমস্যা একটা বড় সমস্যা এই সমস্যা সমাধানের জন্য এই বিক্ষোভ করছেন তারা আমি তাদের পক্ষেই,তবে কি কারনে আবার পুনরায় এই সমস্যা হলো তা খতিয়ে দেখার জন্য আমি বলেছি , খুব তাড়াতাড়ি সেই সমস্যা সমাধান হয়ে যাবে, এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ, অবশেষে পুলিশি আশ্বাস ও সভাপতির আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসীরা,তবে আগামী দিনে এই সমস্যা না সমাধান হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এলাকাবাসীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা,সজল ধারা প্রকল্প চালু হলেও সেই সমস্যা এখনো...