দুই শিক্ষিকা অনুপস্থিত থাকার জন্য ছাত্রীদের ফিরে যেতে হল বাড়ি।

0
301

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনা অতিমারীর সময় দীর্ঘ দুবছর স্কুল বন্ধ ছিল। এ বছর করোনার গ্রাফ নিম্নগামী হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্কুলে শিক্ষিকারা অনুপস্থিত থাকার জন্য বাড়ি ফিরে যেতে হল ছাত্রীদের। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর চক্রের বনহরি জুনিয়র ফর্ গার্ল্স হাই স্কুলে। সেখানে গিয়ে দেখা গেল আজ স্কুলে কোনো শিক্ষিকাই আসেননি। ফলে ছাত্রীরা শিক্ষিকা ছাড়াই ক্লাসে বসে সময় কাটাচ্ছে। যদিও বা আগে থেকে ছাত্রীদের বা স্থানীয় কাউকে না জানিয়েই আজ তাঁরা স্কুলে অনুপস্থিত। ফলে ছাত্রীরা ক্লাসে বসেই সময় কাটাচ্ছে। উল্লেখ্য, এই স্কুলে বনহরি, খয়েরবন, চক বলরাম, গুন্ডোবা, পাকুড়িয়া গ্রামের শতাধিক ছাত্রী পড়াশোনা করে। আর এই স্কুলে দুইজন শিক্ষিকা রয়েছেন। স্থানীয় বাসিন্দা কপিল মণ্ডল জানান, এখানে আরো শিক্ষিকা দরকার। কাউকে কিছু না জানিয়েই শিক্ষিকারা আসেননি। তাই ছাত্রীরা স্কুলে এসেছে। কিন্তু শিক্ষিকা না থাকার জন্য তাদের বাড়ি ফিরে যেতে হবে।