বিদ্যুৎদপ্তরের চার কর্মীকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি মাথাভাঙায়।

0
384

কোচবিহার, ১০ মার্চঃ মাথাভাঙা মহাকুমার শীতলকুচি ডিভিশনাল বিদ্যুতের চার কর্মীকে কাজ থেকে বহিষ্কার করা হয় কিছুদিন আগে। এদিন সেই বিদ্যুৎ দপ্তরের চার কর্মীকে কাজে পুনর্বহালের দাবীতে আন্দোলনে নামলো বিদ্যুৎ দফতরের কর্মী তথা শ্রমিক সংগঠন। এদিন মাথাভাঙা মহাকুমার শীতলকুচি ডিভিশনাল বিদ্যুতের চার কর্মীকে পুনর্বহালের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নামল শ্রমিক সংগঠন।
এদিন তারা লিখিতভাবে ডিভিশন ম্যানেজারের কাছে ৪ জন মোবাইল ভ্যান কর্মীকে কি কারনে কাজ বন্ধ করানো হয়েছে তার সঠিক ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি জমা করেন। সেই সাথে অবিলম্বে তাদের পুনর্বহালের দাবি জানান।
কাজ হারানো শ্রমিকেরা জানান, ২০০৮ সাল থেকে দীর্ঘদিন কাল করার পরে হঠাৎ তাদের কাজ থেকে ছারিয়ে দেওয়া হয়। দুই মাস দস দিন থেকে তারা কর্মহীন হয়ে বসে আছে। তাদের কাজ দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে তারা শ্রমিক সংগঠনের সাহায্য নিয়েছে। তারা তাদের কাজ ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে। তারা আরও জানিয়েছেন যতদিন তাদের সমস্যার সমাধান না হচ্ছে তারা তাদের এই আন্দলন চালিয়ে যাবে।