নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই শহরের প্রাণকেন্দ্রে যন্ত্রাংশ ভেঙে বিকল হলো সিমেন্ট বোঝাই ট্রাক, যানজটের সম্ভাবনা।
বৃহস্পতিবার সাত সকালেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো জলপাইগুড়ি শহরবাসী।
এদিন ভোরে সিমেন্ট বোঝাই একটি দশ চাকার ট্রাক আচমকাই কদমতলা মোড়ে চাকার যন্ত্রাংশ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে থেমে যায়,
রাস্তায় পথচারী না থাকায় কেউ আহত না হলেও, বেলা বাড়তেই স্থানীয়রা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন, । এই ঘটনা আর কয়েক ঘন্টা পরে ঘটলেই হতে পারতো বড় দুর্ঘটনা এমনটাই অভিমত স্থানীয়দের । এই ঘোটনা প্রসঙ্গে স্থানীয় এক ব্যাক্তি জানান ,রাতে এই বড় ট্রাক গুলোর গতির কোনো ঠিক থাকে না, এই ঘটনাটি যদি সকাল দশটার দিকে ঘটতো তাহলেই অনেক বড় সমস্যা হতো, একদিকে চলছে মাধ্যমিক, তার ওপর এই জায়গাটি শহরের প্রাণকেন্দ্র।
দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে থাকা সিমেন্ট অন্য একটি ট্রাকে তুলে ,কিছুটা খালি করে ক্রেনের সাহায্যে পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়, যার ফলে মাধ্যমিক চলাকালীন যানজটের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেলো শহরবাসী এমনটাই জানালেন এলাকাবাসীর।