হিমঘরে আলু রাখার বন্ড নিয়ে জলপাইগুড়িতে ব্যাপক উত্তেজনা, এম্বুলেন্স ভাঙচুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।

0
305

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- একদিকে বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়ক অবরোধ আলু চাষীদের, অপরদিকে বাহাদুর অঞ্চলের একটি হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে ব্যাপক উত্তেজনা ,ভাঙচুর সহ আহত এক হিমঘর কর্মীকে আনতে গেলে এম্বুলেন্স এর ওপর চড়াও হয়ে চালক কে মারধরের অভিযোগ উঠেছে আন্দোলকারী আলু চাষীদের বিরুদ্ধে।
এই প্রসঙ্গে এম্বুলেন্স চালক জানান, এই ভাবে জরুরি ডাকে গাড়ি নিয়ে যাওয়ার পর যদি আক্রান্ত হতে হয়, এটা মেনে নেওয়া যায় না।

অপরদিকে মোহিতনগর এলাকায় একটি হিমঘরে কিছুদিন আগেই আলু রাখার বন্ড না পেয়ে প্রায় সারাদিন জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিলো আন্দোলনরত আলু চাষীরা, প্রশাসন সেই দিন যে প্রীতিশ্রুতি দিয়ে ছিলো, বর্তমানে তার থেকে সরে এসে নানান নতুন নিয়ম লাগু করেছে বলে আন্দোলনকারীদের অভিযোগ,
এই জন্যই জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা বলে জানালেন আন্দোলকারী আলু চাষী নির্মল রায়।