এ এক অদ্ভুত কান্ড কোন আগুনের উৎস ছাড়াই বাড়িতে হঠাৎ হঠাৎ করে জ্বলে উঠছে আগুন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এ এক অদ্ভুত কান্ড কোন আগুনের উৎস ছাড়াই বাড়িতে হঠাৎ হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। বিশেষ করে আগুন ধরছে জামা-কাপড়, বিছানা পত্রে। এমনই অদ্ভুত ঘটনার জেরে গত বেশ কিছুদিন ধরে আতঙ্কে দিন কাটছে মালদহের কালিয়াচক–২নং ব্লকের বাঙ্গীটোলার গোঁসাই হাট এলাকার হাজারিটোলার এক পরিবারের। জানা যায় গত শুক্রবার থেকে গোসাইহাট এলাকার বাসিন্দা ইসমাইল সেখের পরিবারে কোন কারন ছাড়াই হঠাৎ করে জ্বলে উঠছে বাড়ি যেকোন যায়গা থেকে আগুন। । বাড়ি পরিজনদের আড়ালেই জ্বলে যাচ্ছে জামাকাপড় বিছানা। আর এই নিয়েই হতবাক পরিবারের লোকদের সাথে এলাকাবাসী ও। তবে এই ঘটনা নিয়ে এলাকাবাসীরা রাজ্য সরকারের কাছে দাবি করছেন যে কি করে এই অদ্ভুত ঘটনা ঘটছে? তবে এই নিয়ে পরিবারের লোক ইসমাইল শেখ দাবি করে বলেন এই ঘটনা ঘটলে গায়ের মধ্যে কি পোশাক পড়ে থাকবো কি করে। সব কাপড়ে তো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার জামা কাপড় ছাড়া অন্য কোন কিছুতে আগুন লাগে না। এই ঘটনা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। তাই তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন সমাধানের সাহায্য, আর এই ঘটনার তদন্ত করে দেখা আবেদন জানিয়েছেন পরিবারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *