বারুইপুরে আত্মপ্রকাশ করলো টেলি একাডেমি কমপ্লেক্স।

সুভাষ চন্দ্র দাশ, নিজস্ব সংবাদদাতা:- বারুইপুরে আত্মপ্রকাশ করলো টেলি একাডেমি কমপ্লেক্স
। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই টেলি একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করেন। টেলিভিশন ও সিনেমা সুটিংয়ের সেরা ঠিকানা হিসাবে এদিন বারুইপুরের এই টেলি একাডেমি কমপ্লেক্স কাজ করা শুরু করলো। ২০১২ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরিচালক রাজ চক্রবর্তীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি কাজ শুরু করে। আর সেই একাডেমীর সেরা নিদর্শন হিসাবে বারুইপুরের টংতলাতে গড়ে তোলা হয় টেলি একাডেমি কমপ্লেক্স। যার এদিন উদ্বোধন করা হলো। এটাই পূর্ব ভারতে প্রথম সরকারি উদ্যোগে টেলিভিশন ও সিনেমা সুটিংয়ের সেরা ঠিকানা। জানাগেছে, ১০ একর জমির উপর ১৩২.৫ কোটি টাকা ব্যায়ে এই টেলি একাডেমি সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কেএমডিএ কাজটি করেছে। চারটি অত্যাধুনিক স্টুডিও ছাড়া অভিনয়, টিভি সাংবাদিকতা, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন, কন্টেন্ট রাইটিং, আর্ট ডিরেকশন ইত্যাদির ২ বছর ৪ মাসের পিজি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। শিক্ষার্থীদের থাকার জন্য হস্টেলও রেডি করা হচ্ছে। ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন। হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে অ্যাকাডেমিতে। বারুইপুর টেলি আকাদেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন,বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জেলা সভাপতি সামিমা সেখ, বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, ও চলচ্চিত্র জগতে অভিনেতা অভিনেত্রীরা। বিধায়ক বিমান ব্যানার্জি জানান, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এমন একটি টেলি একাডেমি তৈরি হওয়ায় গর্ব বোধ হচ্ছে। আগে এই শিল্প ভেঙে পড়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই শিল্পকে পুনরুজ্জীবিত করেছেন। এখানে এই শিল্প সংক্রান্ত সব বিষয়ে হাতে কলমে শিক্ষা পাবেন শিক্ষার্থীরা। তাঁদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। টলিউডের শিল্পীরাও উছ্বাসিত এই টেলি একাডেমি কমপ্লেক্স উদ্বোধন হওয়ায়। তাঁরা জানান, এখানে আধুনিক ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো হয়েছে। এখানে সুটিংয়ে অভিনয় করার সুযোগ পেলে দারুন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *