নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ভারত বাংলাদেশ সিমান্তবর্তী এলাকায় রয়েছে হবিবপুর থানার আইহো গ্রামপঞ্চায়েত।শুক্রবার দুপুরে বি এস এফের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের তরফে সিভিক অ্যাক্সেন প্রোগ্রামের মাধ্যমে আইহো অঞ্চলের প্রধান অনিতা সাহার হাতে বি এস এফের তরফে তুলে দেওয়া হয় একটি পানীয়জলের জন্য একোয়াগার্ড সেই একোয়াগার্ড বি এস এফের তরফ থেকে পাওয়ায় খুশি আইহো অঞ্চলের প্রধান।সেই একোয়াগার্ড টি তিনি ছাত্র ছাত্রীদের সুস্থ থাকার লক্ষে একোয়াগার্ড টি আইহো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দিলেন পানীয়জল সমস্যা না হয় স্কুলে আাস ছাত্র ছাত্রীদের তাই এই উদ্যোগ নিয়েছেন । এদিন এই সিভিক এ্যাক্সেন প্রোগামে উপস্থিত ছিলেন আইহো অঞ্চলের প্রধান অনিতা সাহা, ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের মনোসামাতা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ড কমেন্ডেট নাবিন সিং সহ আইহো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিজিৎ মিশ্র, পঞ্চায়েত সদস্যরা।