সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পুকুর থেকে উদ্ধার হল একটি কুমির।এদিন কুমির টিকে বনদপ্তরের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত নাগেনাবাদ এলাকাতে। মহাদেব হালদার নামে জনৈক ব্যক্তির বাড়ির পুকুরে শুক্রবার সকালে কুমির টিকে ভাসতে দেখেন স্থানীয় মানুষজন।গ্রামের পুকুরে আচমকা কুমির ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকায় কুমির ঢুকেছে সেই খবর দেওয়া হয় বনদপ্তরের কুলতলি অফিসে। বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে জাল দিয়ে ঘিরে কুমির টি কে ধরে ফেলেন।কুমির টি লম্বায় প্রায় ৪ ফুট। বনদপ্তর এর অনুমান জোয়ারের জলে মাতলা নদী থেকে কুমির টি ওই এলাকার পুকুরে ঢুকে পড়ে। তারপর স্থানীয় মানুষের পুকুরে এসে আশ্রয় নেয়। আপাতত সুস্থ আছে কুমিরটি।শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর পুনরায় আবার সুন্দরবনের জঙ্গলের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদপ্তর আধিকারিকরা।