বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের মানবিক জয়েন্ট বিডিও।

0
286

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শ্রী যুক্ত মিলন মালাকার কেবল মাত্র একজন আধিকারিক নন, তিনি একজন সমাজ সেবক ও।

বিগত বছর যখন করোনা র ফলে যানবাহন চলাচলে বাধা ছিল তখন পার্শ্ব বর্তী কলাকুড়ি গ্রামের এক দুঃস্থ থ্যালাসেমিয়া রোগীর বাঁকুড়া যাওয়া আসার জন্য দীর্ঘদিনের অ্যাম্বুলেন্স ও আনুষঙ্গিক খরচ তিনি নিশব্দে বহন করেন।

করোনা কালে ব্লক এলাকার অনেক মানুষের রেশন কার্ড জনিত সমস্যার জন্য রেশন দ্রব্য পেতে অসুবিধা হয়।
তিনি ঘটনা স্থলে গিয়ে বা ফোনের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে মানুষের পাশে দাঁড়ান।

বর্তমানেও তাঁর সেই মানবিক কাজের ধারা অব্যাহত।

১১ ই মার্চ ,২২ তিনি মেজিয়া স্কুলের প্রাক্তন শিক্ষক যিনি এখন শারীরিক ভাবে প্রচন্ড অসুস্থ তাঁর তিলুড়ীর বাস ভবনে যান।

নভেম্বর মাসে নিমাইবাবু তাঁর লাইভ সার্টিফিকেট জমা করলেও যেকোনো কারণের জন্য তাঁকে তা দ্বিতীয় বার জমা করতে বলা হয়।

কিন্তু তাঁর শারীরিক অবস্থা এমন যে তিনি শালতোড়া ব্লকে সশরীরে উপস্থিত থেকে লাইভ সার্টিফিকেট নিতে অপারগ।

এই পরিস্থিতিতে শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শ্রী যুক্ত মিলন মালাকার নিমাই বাবুর শরীরের কথা বিবেচনা করে নিজে এসে হাজির হন তাঁর তিলুড়ীর বাড়িতে এবং সমস্ত কাজ করে যান।

জয়েন্ট সাহেবের এই মানবিক কাজে খুশি নিমাইবাবু র পরিবারের সকলেই।
তাঁর পুত্র অম্লান কুসুম চৌধুরী তিলুড়ী কৃপা ময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, তিনিও তাঁর এই আচরণে আপ্লুত।