মোবাইল ছিনতাই রুখতে ক্যানিং ষ্টেশনে সিসি ক্যামেরা লাগানোর দাবী নিত্যযাত্রীদের।

0
420

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশন সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত।প্রতিদিনই লক্ষ লক্ষ সাধারণ যাত্রী সহ দেশ বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা যাতায়াত করেন।অভিযোগ বর্তমানে ক্যানিং ষ্টেশন এলাকায় মোবাইল ফোন ছিনতাই ও পকেটমারদের দাপটে অতিষ্ট সাধারণ নিত্যযাত্রীরা।প্রায় প্রতিদিনই সকালে বিকালে মোবাইল চুরির ঘটনা ঘটে চলেছে।যাত্রীদের নিরাপত্তা স্বার্থে ক্যানিং ষ্টেশনে রেলপুলিশ রয়েছে। তা স্বত্বেও দুষ্কৃতিরা পুলিশের নজর এড়িয়ে দুষ্কর্ম করে চলেছে।শুক্রবার সকালে ক্যানিংয়ের এক মহিলা পার্কসার্কাস যাবেন বলে টিকিট কাটার জন্য কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। টিকিট কেটে ট্রেনে ওঠার সময় তাঁর ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি যায়।তিনি অবশ্য রেলপুলিশে অভিযোগ দায়ের করেছেন।গোসাবার জনৈক এক ব্যক্তি সোনারপুর যাবেন বলে ক্যানিং ষ্টেশনে দাঁড়িয়ে ছিলেন ট্রেনের অপেক্ষায়।ট্রেনে ওঠার আগেই তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি হয়।
নিত্যযাত্রীদের দাবী নিরাপত্তার খাতিরে রেলপুলিশ রয়েছে ঠিকই।ষ্টেশনে ট্রেন ঢুকলে হাজার হাজার যাত্রী ওঠা-নামা করেন।বিশাল বড় ষ্টেশনে তাঁদের পক্ষে সমস্ত মানুষের নজরদারী করা অসম্ভব হয়ে পড়ে। ফলে দুষ্কৃতিরা ভীড়ের মধ্যে অনায়াসে দুষ্কর্ম করে গা ঢাকা দেয়।পুলিশের নিরাপত্তার পাশাপাশি জনবহুল ক্যানিং ষ্টেশনে নজরদারীর জন্য রেল কর্তৃপক্ষ যদি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসায় তাহলে দুষ্কৃতিরা দুষ্কর্ম করতে পারবে না। তাছাড়া দুষ্কৃতিরা অনায়াসেই ধরা পড়বে।