সরকারি স্তরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে কথা সাহিত্যিক দিলীপ রায়ের গ্রন্থ প্রকাশ ।

0
640

বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হল বরিষ্ঠ সাহিত্যিক দিলীপ রায়ের উপন্যাস “দিদিমণির কড়চা” । উপন্যাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় সহ-উপাচার্য (Pro Vice-Chancellor) অধ্যাপক আশীষ কুমার পাণিগ্রাহী । সঙ্গে উপস্থিত ছিলেন ড. রামসাধন মুখোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলকাতা চ্যাপ্টারের অধিকর্তা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন বিভাগের সোমনাথ মল্লিক । গ্রন্থ প্রকাশের এই মনোজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কলকাতা বই মেলায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টলে (স্টল নম্বর – ৩১১) ।
উল্লেখ থাকে যে মাননীয় দিলীপ রায় “দিদিমণির কড়চা” উপন্যাসটি প্রকাশ করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ ।
প্রসঙ্গত উল্লেখ করা প্রনিধানযোগ্য যে, কথা সাহিত্যিক দিলীপ রায় সাহিত্যের নিরিখে আমাদের দেশে ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয় । তাঁর লেখনীর ক্ষুরধার সর্বজনবিদিত । তাঁর প্রত্যেকটি উপন্যাস পাঠক মহলে ভীষণভাবে সমাদৃত ।
উপন্যাসটির ভাবনা প্রসঙ্গে তিনি বললেন, “উপন্যাসটি গ্রাম বাংলার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে লেখা । প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের বাস্তব অবস্থান তুলে ধরার তাঁর ক্ষুদ্র প্রয়াস । অজ পাড়া গাঁয়ে শিক্ষা ব্যবস্থার হালহকিকৎ বিশেষ করে নারী শিক্ষার অবহেলার নিরিখে গ্রাম্য সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গির এক ঝলক আলোকপাত । জোর দেওয়া হয়েছে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার এবং নারী শিক্ষার উন্নয়নের । আধুনিক সমাজের মূলস্রোতে নিজেদের প্রতিষ্ঠিত করতে গ্রামীণ নারীদের কসরতের আঙ্গিকে সমাজের বাধা-বিপত্তি কতটা সেটাই উল্লেখিত । তা ছাড়া গাঁয়ের মানুষের দৈনন্দিন জীবন যাত্রার ঘাত-প্রতিঘাত, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্রের প্রকাশ ।“
“সব খবর” পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধেয় লেখক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনেক সাধুবাদ । “উপন্যাসটি পাঠক মহলে সমাদৃত হোক” এটাই ‘সব খবর’ পত্রিকার প্রার্থনা ।