নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এবার পাঞ্জাবে বিপুল ভোটে জয়ের পর মালদার ইংরেজবাজার পোস্টারিং করতে দেখা যায় আম আদমি পার্টির সদস্যদের।এবার মালদা জেলার রতুয়ার পরানপুর স্ট্যান্ডে শনিবার ক্যাম্প করে সদস্য সংগ্রহ করতে দেখা গেল’ আম আদমি পার্টির কর্মীদের।এদিন বাংলা নির্মাণ অভিযান কর্মসূচি ছিলেন।
আম আদমি পার্টির জেলা সভাপতি অনিমেশ সাহা বলেন ‘কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে।আমাদের সদস্য সংগ্রহ শুরু হয়েছে।সামনে পঞ্চায়েত ভোটে সর্বত্র প্রার্থী দেব আমরা।’
Leave a Reply