আলুর বন্ড না মেলায় সমস্যায় একাধিক আলু চাষী।

0
284

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আলুর বন্ড না মেলায় সমস্যায় একাধিক আলু চাষী। চিন্তায় রয়েছেন বাহাদুর এলাকাসহ অন্যান্য এলাকার কয়েক শতাধিকআলু চাষী। আলুর বন্ড না পেয়ে বৃহস্পতিবারকয়েক শতাধিক কৃষক বাহাদুর এলাকায় হিমঘরে কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট করে।করে ভাঙচুর।ফলে প্রকৃত আলুচাষীরা এখন পর্যন্ত তাদের জমির আলু কিছু টা তুলে জমির মধ্যেই রেখেছেন।আবার কিছু কৃষক জমিতেই আলু না তুলে জমিতেই রেখেছেন।আলু চাষীরা বলেন এখন ও রয়েছে বন্ড সমস্যা।তাই আলু মাঠেই রয়েছে।কি লাভ হবে তা বুঝতে পারছি না।তবে উৎপাদন ভালোই হয়েছে।কিন্তু আলু হিমঘরে রাখাটাই সমস্যা।যদিও উত্তরবঙ্গ হিমঘর সমিতির জলপাইগুড়ি কো-অর্ডিনেটর কিশোর মারোদিয়া বলেন লাইন করেই মার্চ,মাসের16 তারিখ থেকে আলু চাষীদের পুরনো নিয়ম অনুযায়ী বন্ডদেবা হবে।