বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পুলিশ যে কতটা তৎপর তা কাজের মাধ্যমেই বোঝা যায়। তাই বীরভূম জেলার রামপুরহাটে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ফেলে যাওয়া এডমিট ও রেজিস্ট্রেশন কার্ড রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর রমেশ সাহা তুলে দিলেন রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যা ভবনের প্রধান শিক্ষক মেঘদূত রায়ের হাতে। জানা যায়, গতকাল পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিকের এডমিড ও রেজিস্ট্রেশন কার্ড রাস্তায় ফেলে চলে যায়। ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর রমেশ সাহার নজরে আসে। তিনি ঐ এডমিট ও রেজিস্ট্রেশন কার্ড আজ রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যা ভবনের প্রধান শিক্ষকের হাতে তুলে দিলেন। তাই আবারও পুলিশের মানবিক মুখ দেখা গেল।