নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– বাড়ির সীমানা প্রাচীর তৈরি করাকে কেন্দ্র করে রাজমিস্ত্রি এবং শ্রমিকদের পাঁচজনকে মারধর করার অভিযোগ উঠলো অপর এক জমির মালিক বিট্টু মন্ডল ও মানস মন্ডলের বিরুদ্ধে । শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কাদিরপুর এলাকায় । আক্রান্ত শ্রমিকদের বক্তব্য এদিন সকালে যার অধীনে আমরা বাড়ির সীমানা প্রাচীল দেওয়ার কাজ করছিলাম, সেই জমির মালিক স্বাধীন দাস আমাদেরকে জায়গা চিহ্নিত করে বাড়ির সীমানা প্রাচীল দেওয়ার কাজ করতে বলেছিল। সেই মতোই আমরা কাজ শুরু করেছিলাম। সেই সময় প্রতিবেশী অপর এক ব্যক্তি এসে সেটি তার জমি বলেই দাবি করে। এরপরে আমাদেরকে লোহার রড দিয়ে মারধর করা হয় ।পরে স্থানীয় গ্রামবাসীরা আমাদেরকে উদ্ধার করে। এই ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে।