রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি করা হল উদয়ন গুহকে।

0
445

মনিরুল হক, কোচবিহারঃ উদয়ন গুহকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আজ শনিবার কলকাতা থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি উদয়ন গুহকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি হিসেবে ঘোষণা করেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। এদিন এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়। এদিন কলকাতায় উদয়ন গুহর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ, রাজ্যের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সহ আরো অন্যান্যরা।
এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় লেখেন, “দিনহাটার মাননীয় বিধায়ক উদয়ন গুহ মনোনীত হলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের অন্যতম সহ-সভাপতি হিসেবে। মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম। ধন্যবাদ রাজ্য সভাপতি মাননীয়া সুব্রত বক্সী মহাশয়কে। অভিনন্দন উদয়ন গুহকে।”
জানা গেছে, এদিন উদয়ন গুহর কলকাতার বাড়িতে সেখানে দীর্ঘক্ষন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সব মিলিয়ে দলের রাজ্য পর্যায়ের সাংগঠনিক রদবদল যেমন হয়েছে তেমনি জেলা পর্যায়ে রদবদল ঘটেছে। সেখানে দেখা গিয়েছে উদয়ন বাবুকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার পর থেকেই দিনহাটায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভা নির্বাচন জয় কিংবা একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই কি উদয়ন বাবু কে সরিয়ে দেওয়া হলো।
তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে থাকে ফের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পথে নিয়ে আসা হল তবে এবার দলের রাজ্য সহ-সভাপতি করে।