নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের কাছে সহজ সাবলীল এবং মনোরঞ্জন করে তোলার জন্য ধর্মীয় কথা নানান গান নৃত্যের মাধ্যমে পরিবেশিত হয়ে থাকার প্রথা বহুদিনের। দেশ-জাতি ভেদে তা উপস্থাপনাও ভিন্ন রকমের। তবে তা উপস্থাপিত করতে গিয়ে যদি মূল বিষয় গৌণ হয়ে নিজের আত্মকেন্দ্রিক প্রচার মুখ্য হয়ে দাঁড়ায় তখনই দৃষ্টিকটু হয়ে ওঠে অন্যান্য ধর্মপ্রাণ মানুষের কাছে। রাজ্যের বিখ্যাত কীর্তন গায়িকা শান্তিপুরের অনুরাধা দাস গোস্বামী বলেন তিনি 7 বছর থেকে বর্তমান 26 বছর বয়স পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় কীর্তন করে থাকেন। তার মতে এতে মূল হরিনাম প্রচার এর বদলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে তারা অন্য দিকে আকর্ষিত হয়ে উঠছেন, উপহাস্য হয়ে উঠছে ধর্ম। বিগত দিনে তাদের সংগঠনের পক্ষ থেকে সোচ্চার হয়েছিলেন আগামীতেও সকল কীর্তন প্রেমি মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সজাগ এবং সতর্ক থাকবেন।