আবদুল হাই, বাঁকুড়াঃ গজরাজের হানায় আক্রান্ত বছর ৭৩ এর বৃদ্ধা। এছাড়াও গ্রামের তিনটি বাড়ি ভেঙ্গে জঙ্গলে পালিয়ে যায় হাতিটি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঁকুড়া জেলার জয়পুর রেঞ্জের বেলিয়া সাপুড়ে ডাঙ্গা গ্রামে। খাবারের সন্ধানে গ্রামে ঢুকে তান্ডব চালায় একটি হাতি এরফলে আতংকিত গ্রামের মানুষ। গ্রামবাসীদের দাবি শনিবার রাতে বেলিয়া সাপুড়ের ডাঙ্গা গ্রাম সংলগ্ন জয়পুর জঙ্গল থেকে একটি হাতি বেলিয়া গ্রামের সাপুড়েডাঙ্গায় ঢুকে পড়ে। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তিনটি বাড়িতে তান্ডব চালায় হাতিটি। বাড়ির বারান্দায় বসে থাকা বছর ৭৩ বছরের বাউড়ি লোহার কে মাথায় করে ঠেলে ফেলে দেয় হাতিটি এবং বাড়িটিকে ভেঙ্গে ফেলে। বাড়ির মধ্যে চাপা যায় ওই বৃদ্ধা। এরপরেই হাতিটি গা ঢাকা দেয় স্থানীয় জঙ্গলে। হাতি পালিয়ে যাবার পর আহত ওই বৃদ্ধা কে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শরীরে একাধিক আঘাত লেগেছে ওই বৃদ্ধার চিকিতসা চলছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে বারবার ধরে হাতি চলে আসছে লোকালয়ে। চাষের ক্ষতি, বাড়ির ক্ষতি মানুষ কে তাড়া করছে আক্রান্ত করছে বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আতংকিত গ্রামের মানুষ।