জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যসরকারের কাছে বেকারত্ব দূর করার দাবি রাখা হয় জেলা সম্বেলনের মধ্যে দিয়ে।পশ্চিম বঙ রাজ্যে সরকারি পেনসনাস সমিতির 20তম দিবাষিক জেলা সম্বেলন অনুষ্ঠিত হলো জেলা কর্মচারীভবনে।পেনসনাস সমিতির পতাকা উত্তোলন করার পর সম্বেলনের কাজ শুরু হয়।এরপর শোক প্রস্তাব পাঠ করা হয়।জেলার বিভিন্ন ব্লক ও মহকুমা থেকে প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন।পেনসনাসদের যে সমস্ত দাবি গুলো নিয়ে আজকের 20তম সম্বেলন তা হলো বেকারত্ব দুর করা,পেট্রোল ডিজেলের দাম কমানো,২৮শতাংশ মহাঘ্য ভাতা প্রদান, মূল্য বৃদ্ধি রোধ পাশাপাশি এই মাসের ২৮,২৯,তারিখ সারা দেশ ব্যাপী যে বামপন্থী সংগঠন গুলোর ডাকে যে বন্ধ ডাকা হয়েছে তা নিয়ে ও এখানে আলোচনা হয় বলে সংগঠনের সম্পাদক, কাজল রায় চৌধুরী জানিয়েছেন।