নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের ডীমা চা বাগানে দশ নং সেকশনে সোমবার সকালে ঢুকে পড়ে বাইসন। সোমবার সকালে ডীমা চা বাগানে দশ নং সেকশনে বাইসনটিকে দেখতে পেরে চা বাগানে আতংক ছড়ায় কর্মরত চা শ্রমিকদের মধ্য। তারা সবাই এলাকা থেকে দৌড়ে পলায়ন করে অনেক চা শ্রমিক প্রাণ বাঁচাতে গাছে চড়ে যায়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জ, পানা রেঞ্জ, রাজাভাতখাওয়া রেঞ্জ ও পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা পৌছেছে। আতঙ্কে রয়েছে চা বাগানের শ্রমিকরা। এদিকে প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করল বনদপ্তর। এদিন সকালে কালচিনি ব্লকের ডীমা চা বাগানে প্রবেশ করে বাইসন। চা বাগানে বাইসনটি দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জ, পানা মোবাইল রেঞ্জ, হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ওই বাইসনটিকে কাবু করে। পরবর্তীতে বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায়।