পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেরল রাজ্য থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি আসার পথে ১৭ টি কাজু বাদাম ভর্তি লরিকে আটকে দিল এগরা রেগুলেটেড মার্কেটিং অথরিটি। সাউথ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা এই কাজু বাদাম আজ চারদিন আটকে রয়েছে এগরাতে। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কাঁথির কাজু ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। প্রায় ছয় কোটি টাকার কাঁচা মাল আটকে রয়েছে। আজ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে বিক্ষোভ দেখান কাঁথির কাজু ব্যবসায়ীরা। আটকে রাখা লরিগুলোকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবীতে ও সরকারের চাপানো শতকরা ১ টাকা মার্কেটিং ট্যাক্স বাতিলের দাবী জানিয়েছেন কাজু ব্যবসায়ীরা। দাবী আদায় না হলে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, কাজু প্রক্রিয়াকরণের এই শিল্পের সাথে কাঁথির হাজার হাজার মানুষ যুক্ত। কাঁথি সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার অর্থনীতি অনেকটাই কাজু ব্যবসার উপর নির্ভরশীল। কাজু প্রক্রিয়াকরণের এই শিল্পের কাঁচামাল আসে দক্ষিণ আফ্রিকার ঘানা, নাইজেরিয়া, তানজানিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ থেকে। কেরলের তিতুকোরিন বন্দর থেকে এই কাজু আসছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি। কাঁথি মেদিনীপুর রাজ্য সড়কের এগরাতে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে লরিগুলি।