শুশুনিয়া ইকোপার্ক সম্বন্ধিত তিন দফা দাবিদাওয়া নিয়ে ছাতনায় সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল নারী শক্তি সংঘ।

0
221

আবদুল হাই, বাঁকুড়াঃ ২০১৮ সালের নভেম্বর মাস থেকে শুশুনিয়া মুরুৎবাহা ইকোপার্কটি পরিচালনা করে আসছে মহিলা স্বনির্ভর দল সমূহের প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড নারী শক্তি সংঘ। সোমবার বাঁকুড়ার ছাতনায় শুশুনিয়া ইকোপার্ক সম্বন্ধিত তিন দফা দাবিদাওয়া নিয়ে ছাতনায় সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল নারী শক্তি সংঘ। পার্কটি আমরা প্রতি মাসে ৬৬ হাজার টাকা হিসেবে পঞ্চায়েত সমিতি কে প্রদান করি তা যেন বহাল থাকে, জেলা পরিষদ কর্তৃক যে টেনডারটি আহ্বান করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে, এবং মহিলাদের উন্নতির কথা ভেবে পার্কটি পরিচালনার ভার থেকে আমাদেরকে বাদ দেওয়া চলবে না এই তিন দফা দাবিদাওয়া নিয়ে আজকে ডেপুটেশন দেওয়া হয়। নারীশক্তি সংঘের সম্পাদিকা সুস্মিতা বাউরি জানান এই ডেপুটেশন না গৃহীত হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।