বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল কয়লা পাচার। বলা যেতে পারে সদ্য সুপার হিট সিনেমা “পুষ্পা দ্য রাইজ” সিনেমার মতো। এই সিনেমায় পুলিসের চোখে ধুলো দিয়ে চন্দন কাঠ পাচার করছিল চোরাকারবারীরা। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে আজ ভোররাত্রে গোপন সূত্রে অভিযান চালিয়ে “পুষ্পা দ্য রাইজ” সিনেমার স্টাইলে এক ট্র্যাক্টর কয়লা বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে পলাশডাঙ্গা গ্রামের নিতাই সরকার নামে ঐ ট্র্যাক্টর চালককে। সেই ট্র্যাক্টরের ওপরের অংশে ছিল চিমনি ইট। আর সেই ইটের তলায় ছিল কয়লা। আনুমানিক ২ টন হবে। পুলিশ সূত্রে জানা যায়, ইট ও কয়লা বোঝাই ট্রাক্টরটিকে টহলরত দুবরাজপুর থানার পুলিশ ভালুকা মোড়ের কাছে সন্দেহবশত: আটক করে তারপর দেখে ইটের তলায় কয়লা রয়েছে। তখন ট্র্যাক্টর চালককে গ্রেপ্তার করা হয় এবং ঐ ইট ও কয়লা বোঝাই ট্রাক্টরটিকে আটক করা হয়।
Leave a Reply