মহাপ্রভুর প্রসাদ নিতে এসে চুরি হয়ে গেল একাধিক ভক্তের দামি অলংকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিশেষ তিথি উপলক্ষে অদ্বৈত মহাপ্রভুর সংকীর্তনে প্রসাদ নিতে এসে খোয়া গেল একাধিক ভক্তের সোনার চেইন, কানের দুল সহ একাধিক অলংকার ও নগদ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে আটক একাধিক মহিলা। নদীয়ার শান্তিপুর থানার অদ্বৈত পাঠের ঘটনা। প্রতিবছরই অদ্বৈত মহাপ্রভুর গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের তিরোধান দিবস উপলক্ষে নাম সংকীর্তন এর আয়োজন করা হয়। মায়াপুর ইসকন থেকে প্রচুর বিদেশিদের ভক্তরা উপস্থিত হয় এই বিশেষ দিনে। ৪০০০০ হাজার ভক্তর প্রসাদ এর আয়োজন করা হয় এই বিশেষ তিথিতে। শান্তিপুর থানা এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে অদ্বৈত পাঠে। ভক্তদের সেই প্রসাদ গ্রহণ করতে এসে তাদের দাবি অলংকার চুরি হয়ে গেল। কারো আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের সোনার চেন কারোর কানের দুল সহ অন্যান্য অলংকার কারোর আবার নগদ অর্থ। প্রতিবছরই চুরির ঘটনার সাক্ষী থাকে অদ্বৈতপাঠ। এবছর নিরাপত্তার কারণে শান্তিপুর থানার পুলিশ মোতায়েন করা ছিল সেখানে। তাতেও চোরেদের গতি আটকানো যায় নি। যদিও সন্দেহের কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিক মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী বলেন, প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এই ঘটনা সামনে এসেছে। মানুষ কেউ আরো বেশি করে সচেতন হতে হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *