পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে হাত-পা,মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার সুজালপুর এলাকায়, প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে সুজালপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে হাত-পা,মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় কাঁথি থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি,ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার পাশাপাশি কি কারণে এই ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কাঁথি থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে।
Leave a Reply