পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একদিকে যখন কয়লা কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তখন তারই মাঝে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের ধারে চৌরঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরা কয়লা কারবারি ফুলে ফেঁপে উঠেছিল বলে অভিযোগ।এলাকার কয়েকটি কোম্পানির অভিযোগের ভিত্তিতে গত পরশুদিন (রবিবার) অবৈধ কয়লা পাচারের জায়গায় হানা দেয় পুলিশ ও স্থানীয় কোম্পানির লোকেরা। ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ উদ্ধার করেছে একটি JCB মেশিন সহ এগারটি কয়লা ভর্তি ট্রাক।পাশাপাশি উদ্ধার হয়েছে একটি বোলারো গাড়ি এবং একটি বাইক, এরপর গতকাল রাতে অবৈধ কয়লা চোরাকারবারীদের খোঁজ পেয়ে পুলিশ হানা দেয়। ৮ জন কয়লা চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাদের আদালতে তোলা হয়েছিল। তাদের মধ্যে তিন জনকে পুলিশ রিমান্ডে নিয়েছেন। অভিযোগ বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় চোরা কয়লা কারবারিতে রমরমিয়ে উঠেছিল। অভিযোগ বিভিন্ন কোম্পানির কয়লা গাড়ি এলে সেখান থেকে কয়লা চুরি করে এই ধরনের ব্যবসা চালানো হতো। তিন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই কয়লা চুরি কান্ডে আরও অনেকেই যুক্ত আছে এমনটাই পুলিশ সূত্রে খবর।