কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ শান্তিপুরে।

0
326

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ শান্তিপুরে। মঙ্গলবার শান্তিপুর আইএনটিটিইউসির শান্তিপুর শাখা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার সামনেথেকে এক প্রতিবাদী মিছিল বের করে। এরপর মিছিলটি শান্তিপুর নেতাজি পাদদেশে গিয়ে একটি অবস্থান বিক্ষোভ করে। আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের শ্রমিকদের দাবি, কেন্দ্র সরকার যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এছাড়াও রেল স্টেশন থেকে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তা আমরা মানছি না মানবো না। এই দাবিতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ। এই প্রতিবাদ মিছিল ও অবস্থান-বিক্ষোভ এর মধ্যে দিয়ে সরব হন শান্তিপুর আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী সহ আইএনটিটিইউসির শান্তিপুর শাখা শ্রমিক সংগঠনের একাধিক কর্মী সমর্থকরা।