নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতিবছর শিব চতুর্দশীতে ১৫ দিন ব্যাপী মেলা বসে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। মেলার এই ১৫ টা দিনই এলাকার মানুষের কাছে একটি বড় উৎসব। তবে এবছর জটেশ্বর শিব চতুর্দশী মেলায় রীতিমতো দুই ধরনের নাগরদোলা সহ প্রায় চারশো ছোটবড় স্টল হাজির হলেও হাজির হয়নি পুতুল নাচ। আর তাতেই মন খারাপ মেলায় আসা দর্শকদের।
জটেশ্বরের শিব চতুর্দশীর মেলায় নাগরদোলা মটকা কুয়া, ভাগ্য পরীক্ষার মাম্পির মা, ভেলপুরি জিলাপি সহ নানা রকম স্টল ও পসরা হাজির হত মেলায় সেই সঙ্গে হাজির হত পুতুল নাচ। মেলার এক প্রান্তে বসলেও মন কারা বিজ্ঞাপনে পুতুল নাচেই বেশি ভিড় লেগে থাকতো মেলার শুরু থেকেই। প্রতিদিন মেলায় তিনবার করে শো পরিচালনা করতেন পুতুল নাচের টিম। তবে এবারে ঐতিহ্যবাহী জটেশ্বরের শিব চতুর্দশী মেলায় পুতুল নাচ না আসায় হতাশ হয়েছেন এলাকার সকল স্তরের দর্শকরা বলে দাবি তাদের।জটেশ্বরের বাসিন্দা আমিনুল হক বলেন, একটা সময় জটেশ্বর শিব চতুর্দশী মেলায় পুতুল নাচ ম্যাজিক শো সহ নানা বিনোদন ও মনোরঞ্জনের দোকানপাট হাজির হত। এবছর মেলায় পুতুল নাচ না আসায় মন খারাপ। কচি কাচারাও মেলায় এসে পুতুল নাচের সন্ধান করছেন। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, গতবছর মেলায় যারা এসেছিলেন তাদের পাওয়া যায়নি আগামীতে অবশ্যই চেষ্টা করা হবে।