হোলির আগে বন সংলগ্ন এলাকাগুলিতে বন ও বন্যপ্রাণী সুরক্ষা আইন সম্পর্কে এলাকাবাসীদের অবহিত করতে মাইকে প্রচারাভিযান শুরু করেছে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জ।

0
419

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হোলির আগে বন সংলগ্ন এলাকাগুলিতে বন ও বন্যপ্রাণী সুরক্ষা আইন সম্পর্কে এলাকাবাসীদের অবহিত করতে মাইকে প্রচারাভিযান শুরু করেছে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জ। জানা গিয়েছে, ওই রেঞ্জের অন্তর্গত ফালাকাটা ব্লকের তাসাটি, দলগাঁও, কাজলী হল্ট, আলীনগর সহ বিভিন্ন এলাকায় বনকর্মীরা গাড়িতে মাইক লাগিয়ে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। বন্যপ্রাণী হত্যা করলে কী ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে, সে সম্পর্কে এলাকাবাসীদের অবহিত করছেন তাঁরা। এবিষয়ে দলগাঁওয়ের রেঞ্জার অশেষ পাল জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় রুটমার্চ করছেন বনকর্মীরা। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন। বনকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এই নিবিড় যোগাযোগ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।