পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাড়িতে ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের দুর্লভগঞ্জ এলাকায়, পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে মালা ভক্তারের পরিবারের সদস্যরা মেলা দেখতে বেরিয়ে ছিলেন,সেই সময় বাড়িতে ফাঁকা থাকার সুযোগ নিয়ে এই চুরির ঘটনা ঘটে,এরপর বাড়িতে এসে পুরো ঘর লন্ডভন্ড অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা,জানা গিয়েছে সোনার গহনা সহ নগদ কিছু টাকা খোয়া গিয়েছে,ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্তপ্রক্রিয়া শুরু করে। পাশাপাশি এলাকাবাসীকে বক্তব্য এর আগে আরেকটি গৃহস্থের বাড়িতে এরকম চুরির ঘটনা ঘটে, ইতিমধ্যেই বুধবার লিখিত আকারে অভিযোগ জানাবে চন্দ্রকোনা রোড হাউসের পুলিশকে,এমনটাই জানা যায় স্থানীয় ও ওই পরিবার সূত্রে।
বাড়িতে ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্লভগঞ্জ এলাকায়।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/IMG-20220316-WA0171.jpg)
Leave a Reply