পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলাররা শপথ নিলেন। বুধবার সকালে মেদিনীপুর পৌরসভায় পুরপ্রধান হিসেবে শপথ নেন সৌমেন খান এবং উপ পুরপ্রধান হিসেবে শপথ নেন অনিমা সাহা।
খড়্গপুর পৌরসভায় পুরপ্রধান হিসেবে শপথ নিলেন প্রদীপ সরকার ও উপ পুরপ্রধান হিসেবে শপথ নেন তৈমুর আলী খান।
ঘাটাল পুরসভায় চেয়ারম্যান হিসেবে তুহিনকান্তি বেরা, ভাইস চেয়ারম্যান অজিত দে শপথ নেন।
রামজীবনপুর পৌরসভায় পুরপ্রধান হিসেবে রানা তেওয়ারি ও উপপুরপ্রধান হিসেবে শপথ নেন শিউলি ভট্টাচার্য।
চন্দ্রকোণায় পুরপ্রধান হিসেবে প্রতিমা পাত্র উপ পুরপ্রধান হিসেবে শপথ নেন মেনকা ধাড়া।
ক্ষীরপাই পুরসভায় পুরপ্রধান হিসেবে দুর্গাশঙ্কর পান এবং উপ পুরপ্রধান হিসেবে শপথ নিলেন আল্পনা পাত্র।খড়ার পুরসভায় বুধবার পুরপ্রধান হিসেবে সন্ন্যাসী দোলই এবং উপ পুরপ্রধান হিসেবে শপথ নিলেন পূর্বা ভুঁইয়া। এছাড়াও সাতটি পৌরসভার সমস্ত কাউন্সিলারদেরও এইদিন শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসকেরা। মেদিনীপুর পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, বিধায়ক জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইত সহ অন্যান্য নেতৃবৃন্দ।