হাসপাতালের বিরুদ্ধে মৃতের আঙ্গুল থেকে মহামূল্যবান আংটি খুলে নেওয়ার অভিযোগ।

0
251

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের ২নং ওয়ার্ডের নাপিত গলির বাসিন্দা বছর ৫৪ বছরের গুরুপ্রসাদ চক্রবর্তী কে বাঁকুড়ার পাটপুর এলাকায় একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি করা হয় ডায়েলিসিসের জন্য। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভর্তি করে তাঁর পরিবার। কিন্তু বিকেল বেলায় মৃত্যু হয় গুরুপ্রসাদ বাবুর। মৃত্যুর পরে গুরুপদ বাবুর আঙুলে থাকা ২ টি আংটি ও টাকা পয়সা হাসপাতাল কর্তৃপক্ষ ফেরত দেয় মৃতের পরিবারের লোকজনকে। কিন্তু পরিবারের লোকের অভিযোগ মৃতের হাতে তিনটি আংটি ছিল দুটি আংটি ফেরত দিলেও মহামূল্যের আংটিটি ফেরত দেয়নি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মৃতের পরিবারের তরফ থেকে আংটিং খোঁজ করলেও আর কোন আংটি ছিলনা বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিরুদ্ধে মৃতের আঙুল থেকে মহামূল্যের আংটি চুরির অভিযোগ তুলে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন
বাইট প্রসাদ ব্যানার্জী ( মৃতের আত্মীয়)
বাইট বনফুল চক্রবর্তী ( নার্সিং হোম কর্তৃপক্ষ)