নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিন পাড়ার এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা উঠলে ওই গৃহবধূকে মালদা শহরের চন্দন পার্ক এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকেরা । সেখানে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে একইসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ । বৃহস্পতিবার সকালে এই নার্সিংহোমে এই প্রথম ঘটনাটি ঘটেছে।স্থানীয় নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে , ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের মোমিনপারা এলাকার গৃহবধূ বুলি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালে ভর্তি হয় । তার স্বামী মনিরুল ইসলাম, পেশায় কাঠমিস্ত্রি। এর আগেও তাদের একটি চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এদিন সকালে চরম প্রসব যন্ত্রণা শুরু হতেই বুলি খাতুনের। প্রথমে অস্ত্রোপচারের চিন্তা-ভাবনা করা হয়। কিন্তু ওই নার্সিংহোমের কর্ণধার এসকে হাবিবুদ্দিন বলেন চিকিৎসকের দাঁড়া সুষ্ঠুভাবে এদিন ওই গৃহবধূ অস্ত্রোপচার ছাড়াই তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। মা এবং সদ্যোজাত শিশুরা সুস্থ রয়েছে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে।