করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ইতিমধ্যে দোল ও হোলি উৎসবের প্রস্তুতি তুঙ্গে গোটা জেলা জুড়ে।

0
329

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- করোনার কারণে দুই বছর দোল উৎসব ও হোলি তেমন ভাবে পালন করেনি সাধারণ মানুষ। চলতি বছরে অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি। প্রায় সমস্ত কিছুই ফিরছে পুরনো ছন্দে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ইতিমধ্যে দোল ও হোলি উৎসবের প্রস্তুতি তুঙ্গে গোটা জেলা জুড়ে। আগামী শনিবার হোলি। রঙের উৎসবে মেতে উঠতে প্রস্তুত বঙ্গবাসী। আলিপুরদুয়ারের মাদারিহাট- বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরের বেশ কিছু জায়গায় রঙ,পিচকারি ইত্যাদি দোল খেলার পসরা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে বাজারের হাল কেমন চলতি বছর। এর উত্তরে মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরের এক ব্যবসায়ীর বক্তব্য, গেরুয়া, সবুজ ও হলুদ রঙের আবিরের চাহিদা রয়েছে বাজারে। তাঁরা সেই মত আবির মজুত করছেন। এখনো সে ভাবে বিক্রি শুরু হয়নি। যতটুকু প্রয়োজন ঠিক ততটাই রঙ কিনছেন ক্রেতারা। তবে গত দুই বছরের তুলনায় কিছুটা বিক্রি বেড়েছে বলে স্বীকার করছেন বিক্রেতারা।