পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু’নম্বর ব্লকের অন্তর্গত পাউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের উদ্যোগে ও গিভ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংস্থার প্রচেষ্টায় ১৩টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ওই ব্লকগুলির অন্তর্গত ৩৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মোট ৪৫ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হলো। ব্লকগুলি হল ভগবানপুর ১ ও ২ নম্বর, পটাশপুর ১ ও ২নম্বর, রামনগর ১ও ২’নম্বর ও কাঁথি ২ ও ৩ নম্বর এবং এই ব্লকগুলির অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলি। কোভিড- ১৯ এর প্রাথমিক পর্যায়ে অক্সিজেনের অভাবে এলাকাবাসী অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। সেই কথা মাথায় রেখে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রের সুপারদের হাতে ৫ লিটার অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হল। আশা করি গ্রামীণ হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব কিছুটা মোচন হবে এবং যে কোন সমস্যা কিছুটা দূরীভূত হবে। তবে এই অনাথ আশ্রমের কর্তৃপক্ষের এই রকম সহানুভূতি দেখে খুশি প্রশাসন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা গ্রামীণ হাসপাতাল গুলিতে অক্সিজেনের অভাব পূরণে পাউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের উদ্যোগে অক্সিজেন...