বসন্ত উৎসবের আগাম প্রস্তুতি বাজিতপুর হাই স্কুলে ।

0
443

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ বাজিতপুর হাই স্কুলে বসন্ত উৎসবের আগাম প্রস্তুতি শুরু হলো । আজ স্কুল শুরু হতেই স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় সুন্দর ও মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করে । এই অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, গান প্রভৃতির মাধ্যমে বসন্ত বন্দনা শুরু করে। বিগত কয়েক বছর ধরেই বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রাকবসন্ত উৎসব চলে আসছে। এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের কথায় বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রাক বসন্ত উৎসব পালন করে আসছে । তারা বসন্তোৎসবের অঙ্গ হিসাবে নৃত্যগীত ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছে একে অপরকে আবির মাখার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে এইভাবে শেষ হয় বসন্ত উৎসব ।
তবে করোনার জন্য গত দুই বছর ধরে এই অনুষ্ঠান বন্ধ ছিল কিন্তু এ বছর পূর্ণ মাত্রায় স্কুলে পঠন পাঠন শুরু হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে অন্য উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ছবি ও তথ্য – সুকান্ত রায়, ময়ুরেশ্বর, বীরভূম ।