আবদুল হাই, বাঁকুড়াঃ রাত পোহালেই রঙের উৎসব বসন্ত উৎসব কিন্তু খরিদ্দারের দেখা নেই মাথায় হাত আবির বিক্রেতাদের । বিগত দুই বছর করোনার প্রভাব থাকার কারণে হোলি উৎসব সেভাবে অনুষ্ঠিত হয়নি । এবছর আশা করেছিল বিক্রেতারা কিছুটা হলেও সুরাহা হবে কিন্তু খরিদ্দারের দেখা না থাকায় কপালে ভাঁজ আবির বিক্রেতাদের । কোতুলপুর শহর যেহেতু কৃষিপ্রধান কৃষির উপর নির্ভর করেই কোতুলপুর এর পরিকাঠামো তৈরি ধুঁকছে চাষীরা তাই আবির বিক্রেতারা বিপাকে পড়েছেন আজ বৃহস্পতিবার কোতুলপুর এর বাজার ঘাট বৃহস্পতিবার বন্ধ বাইরের লোকজন বৃহস্পতিবার এ কোতুলপুর খুবই কম আসে সেই কারণেই বিক্রিবাটা একেবারেই হচ্ছে না আবির কিনে বিক্রি না হওয়ায় সমস্যায় পড়ছেন আবির বিক্রেতারা তবু আর কয়েকটা ঘন্টা তারা অপেক্ষা করতে চাইছেন যদি বিকেলে বা সন্ধ্যায় বাজার হয় । আদৌ হবে কিনা সে নিয়ে ও সংশয় প্রকাশ আবির বিক্রেতাদের ।