লপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- এবার জলপাইগুড়ি জেলা জুড়ে আলুর রেকর্ড পরিমান, ভালো ফলন হয়েছে। কিন্তু তার মধ্যে উলটো ঘটনা ঘটার খবর প্রকাশ্যে এসেছে, জলপাইগুড়ি সদর ব্লকের শোভাবাড়ি এবং কৃষি বাগান এলাকা থেকে। এই এলাকায়
বিঘার পর বিঘার আলুর ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে, বা পরিমাণে অত্যন্ত কম হয়েছে। লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন এলাকার প্রায় ৩০জন কৃষক। এর কারণ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, নির্দিস্ট একটি সার ব্যবহার করেই ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকা সংলগ্ন একটি সারের দোকান থেকে এই সার নিয়েছিলেন এই আলুচাষীরা। যদিও ওই সার ব্যবসায়ী সঞ্জয় দে এর দায় নিতে চাননি।
এই বিষয়ে জলপাইগুড়ি মহুকুমার সহকারী কৃষি অধিকর্তা (বিষয়বস্তু) মাহাফুজ আহমেদ জানিয়েছেন, কৃষকরা ওই লিখিতভাবে অভিযোগ জানালে তারা নিশ্চিতভাবে পদক্ষেপ গ্রহণ করবেন।