দুবরাজপুরে জলে ডুবে মৃত্যু হল ২ জনের।

0
384

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ আনন্দের দিন বদলে গেল বিষাদের সুরে। আজ যখন সমস্ত বাঙলার মানুষ বসন্তোৎসবে আনন্দে মেতে উঠেছে তখন বীরভূম জেলার দুবরাজপুরে নেমে এলো শোকের ছায়া। আজ দোল খেলার পর দুবরাজপুরের সিঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল দুই বন্ধু ১৩ নম্বর ওয়ার্ডের সেন পাড়া সংলগ্ন এলাকার নবীন দাস এবং ১৪ নম্বর ওয়ার্ডের আচার্য পাড়ার স্নেহাসিস দে। তাঁদের দুজনের বয়স ১৮। কিন্তু তাঁরা দুজনে সাঁতার না জানার জন্য অসাবধানতাবশত ঐ পুকুরের জলে তলিয়ে যায়। ঐ পুকুরে আরো ২৫-৩০ জন স্নান করছিল। তাঁরা এবং এলাকবাসীরা খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। সেখানে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ বিশাল পুলিশবাহিনী যায় এবং খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ দুজনের মৃতদেহ জলে ভেসে ওঠে। তাঁদের দুজনকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ দুজনকে মৃত বলে ঘোষনা করেন। এদিন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আজকে আনন্দের দিনে দুটি তরতাজা প্রাণ চলে গেল। এতে খুবই মর্মাহত হলাম। তাঁরা দুজনে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল। এই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তাঁদের। আজ দুবরাজপুরের সিঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে এই বিপত্তি ঘটে। আমি ঐ দুজনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।