কবিতার বিষয় গুলো রকে বসে তর্ক করে,
আধখানা কাঠের বোতামে লেগে আছে ঘুনের যৌনতা,
নারীসত্তা কলম ধরলেই নেতিয়ে পড়া সমাজ কোমর ক্ষিমচে ধরে।
বীণাপাণি মুখ আটকে দেয়া হয় অসম প্রাপ্তির ডালিতে,
সময়ের অভাবে হারিয়ে যায় প্রিয় বর্ণপরিচয়….!
কাব্য-কবিদের অবস্থা বসন্ত অন্তীমের ঝড়া পলাশের মতন
মুখ লুকোনো পুতুল নাচ…
সৃষ্টির ক্ষুধা আড়াল হয়েছে করতালির রঙ্গিন রোশনাইয়ে…
বইমেলার দই-য়ের দোকানে মৌসুমি প্রজাপতিদের ভিড়…
মেধাবী মলাটে মোড়া বইয়ের দোকানে
মাছিরা উড়ে বেড়ায় এটাই বাস্তবতা…..
অসহায়ত্বের মাঝে কত কবির মৃত্যু রহস্য লুকিয়ে আছে,
প্লাটফর্মে ধরে লাল কার্পেটে
হেঁটে যাচ্ছে কত অ-কবির দল…
প্ল্যাটফর্মের পেছনে বুক কাঁপানো দুর্গন্ধ….
প্লাস্টিকের মোড়া ন্যাপথলিন বা স্যানিটাইজারে
এ গন্ধ দূর হবার নয় যে…
তাই নাক মুখ চেপে প্ল্যাটফর্মের বিপরীত দিক দিয়ে
একাকী হেঁটে নিঃসঙ্গ অগ্নী মিত্রা….
সভ্যতার ‘পদাবলী’ বোঝে না ভেবে
তাকে তোমরা অসভ্য অনাহুত বলতেই পারো….