কচিকাচাদের সাথে পুলিশ কর্মীদের এ যেন এক অন্য বসন্ত।

0
324

মনিরুল হক, কোচবিহার: বসন্তের প্রধান উৎসব দোল উৎসব। আর এই দোল ঘিরে সবার উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পরার মতই। প্রতি বছরের মতো এই বছরও বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে রঙের উৎসব পালনে মেতেছেন সবাই। আর প্রতি বছরের মতো এবছরও চোখে পড়েছিলো পুলিশী নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা ও উৎসবে জন সাধারণকে নিরাপত্তা দিতে পুলিশ কর্মীদের সক্রিয় ভুমিকা।
এবারের রঙের উৎসবে কচিকাচাদের সাথে হোলির আনন্দ ভাগ করে নিতে দেখা গেলো পুলিশ কর্মীদের। কাজের ফাঁকে কর্তব্যরত পুলিশ কর্মীরাও মেতে উঠলেন রঙের উৎসবে। সবার সামনে ফুটে উঠলো পুলিশের মানবিক রূপ।
ছোটবেলায় দুষ্টুমি করলে পুলিশের ভয় কমবেশি সকলেই দেখানো হয়। সবাই ভয়ও পায়। তবে শনিবার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বক্সিরহাট থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা এদিন মেতে উঠলেন কচিকাচাদের সাথেই। শিশুদের সঙ্গে গল্প আড্ডায় জমে উঠলো হোলির অনাবিল আনন্দ। আবির দিয়ে রাঙ্গানোর পাশাপাশি কচিকাচাদের সাথে সেলফি তুললেন তারা। কচিকাঁচাদের দিলেন নানা ধরনের চকলেট। পুলিশের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি শিশুরাও। তারা তাদের এই একটু অন্যরকম বসন্ত উৎসব বেশ উপভোগ করেছে।